
মোহাম্মদ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের খানসামা উপজেলায় একটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের অনুষ্ঠান তার মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে আয়োজিত হচ্ছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে খানসামা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পাকেরহাট সরকারি কলেজ মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার, সাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল, ওয়াহেদ শাহ, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন। মাঠে উপস্থিতির সংখ্যা কয়েকশ’ ছাড়িয়ে যায়।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের প্রতীক হিসেবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন। তার সংগ্রামী জীবন এবং দেশের জন্য অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মিলাদ ও দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে মোনাজাতে অংশ নেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি ঘোষিত শোক কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এ ধরনের মিলাদ ও দোয়ার আয়োজন চলছে। খানসামার এই অনুষ্ঠানেও নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছাপ লক্ষ্য করা গেছে।