1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল রাজশাহীতে স্বামীর পোশাক পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার মানিকগঞ্জের কৃতি সন্তান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী তিনি আজ আর নেই বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন আটক আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাউনিয়ায় চারদিন ধরে খোলা আকাশের নিচে অসুস্থ স্ত্রীকে নিয়ে একটি পরিবারের খানসামায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পবায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর; ৩১ জনের বিরুদ্ধে মামলা মানিকগঞ্জ ভররা উত্তরপাড়া বাইতুস সালাহ্ জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল

রাজশাহীতে স্বামীর পোশাক পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

রাজশাহী ব্যুরো: 

স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করার ঘটনায় রাজশাহীতে সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান এ আদেশ দেন।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন- কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও প্রকাশ করছেন। বিষয়টি জানার পর তিনি নিজেই ওই বাসায় যান।

যাচাইয়ে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান সিমা খাতুনকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে সে সময় তাদের কাবিননামার কাগজপত্র পাওয়া যায়নি। তবে সিমা খাতুন যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও প্রকাশ করেছেন, সেটি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘পুলিশ সদস্যের পোশাক তার স্ত্রী বা অন্য কারও পরিধান করার কোনো সুযোগ নেই। এটি ফৌজদারি অপরাধের আওতাভুক্ত। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের কথাও উঠে এসেছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট