1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শেরপুরে ভারতীয় মাদক ও মোটরসাইকেল সহ গ্রেপ্তার-২ শেরপুরের ঝিনাইগাতীতে  মাঠে মাঠে সরিষা ফুলের সমারোহ! ঘনকুয়াশায় চাদরে ঢাকা রাজধানী, শীতের তীব্রতায় স্থবির জনজীবন জিয়া গবেষণা পরিষদের শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ার ডিমলায় জলাধার ও নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা ডিমলায় জলাধার ও নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা শেরপুরের ঝিনাইগাতীতে শীতার্ত মানুষের পাশে ইউএনও আশরাফুল আলম রাসেল! শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান-গ্রেফতার -২ কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়: মোবাইল কোর্টে ৫ ব্যবসায়ীকে জরিমানা

কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়: মোবাইল কোর্টে ৫ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃনূরেআলম রায়হান : কেরানীগঞ্জ ( ঢাকা)

ঢাকার কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৫টি মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

শনিবার (৩ জানুয়ারি) কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও এলাকা জুড়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা সাধারণ ও বিভিন্ন গণমাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে প্রশাসন।

 

অভিযানকালে দেখা যায়, বেশ কয়েকজন এলপিজি গ্যাস বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন।

 

অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়।

 

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, অবৈধভাবে মজুদকৃত এলপিজি গ্যাস কিংবা নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।
এ ধরনের তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে যারা মূল্যবৃদ্ধি বা মজুদের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এবং আফতাব আহমেদের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ভোক্তারা। তারা আশা করছেন, নিয়মিত নজরদারির মাধ্যমে এলপিজি গ্যাসের বাজার শিগগিরই স্থিতিশীল হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট