
মোঃনূরেআলম রায়হান :কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রেখে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি বলেন এতে ভোটগ্রহণে কোনো ধরনের সন্দেহ বা প্রশ্নের সুযোগ থাকবে না।
সোমবার ৫ জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণভোট বিষয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোট সংক্রান্ত কোনো সমস্যা উদ্বেগ কিংবা গঠনমূলক মতামত থাকলে তা সরাসরি প্রশাসনকে জানাবে।
তিনি আরও বলেন জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণই একটি বিশ্বাসযোগ্য ভোট আয়োজনের মূল ভিত্তি। প্রশাসনের লক্ষ্য সুষ্ঠু নিরপেক্ষ ও জনগণের আস্থাভাজন একটি ভোট আয়োজন নিশ্চিত করা। এ ক্ষেত্রে সবার জন্য সমান অধিকার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হবে।
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব হোসেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।