1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে জোরপূর্বক ক্রয়কৃত জমির গাছ কাটার প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জীবন সাভারে তারেক রহমানের আগমনের ডিভিও সংগ্রহ করতে গিয়ে মোবাইল হারালেন জাবি সাংবাদিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাবিসাসের বিশেষ চিত্রপ্রদর্শনী ও সাময়িকী প্রকাশ মানিকগঞ্জ শহরে নিকটে পল্টন বিল, সিদ্দিক নগর বিশ্ব ইজতেমা আজ দ্বিতীয় দিন মানিকগঞ্জ আরিচা ঘাটে ঘন কুয়াশার কারণে মালবাহী ট্রাকের দীর্ঘসারি বিএনপি প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় ডিমলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসদৃশ্য সিরাপসহ আটক ১ পরীক্ষা শুরু রোববার থেকে যশোর বোর্ডের জুনিয়র বৃত্তিতে ১০ জেলায় অংশ নিচ্ছে ৩৯ হাজার ৬০ পরীক্ষার্থী সূর্যাস্তের পর জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাবিসাসের বিশেষ চিত্রপ্রদর্শনী ও সাময়িকী প্রকাশ

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধিঃ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ঘটনাপ্রবাহ নিয়ে বিশেষ চিত্রপ্রদর্শনী ও সাময়িকী ‘অরুণোদয়’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবিসাসের সভাপতি মেহেদী মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাবিসাসের কার্যকরী পরিষদের সদস্য সৈকত ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন,“গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ধরনের আন্দোলনে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের ভূমিকা সবসময়ই গৌরবোজ্জ্বল। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সেই ইতিহাসকে সত্য ও নিরপেক্ষভাবে তুলে ধরা। অরুণোদয় সাময়িকী ও এই চিত্রপ্রদর্শনী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “সমালোচনা ও চাপের এই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যে দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে এই সংগঠনটি বারবার সাহসী ভূমিকা রেখেছে। নানা প্রতিবন্ধকতা ও নিপীড়নের মুখেও তারা কখনো সত্য থেকে সরে যায়নি এটাই এই সংগঠনের শক্তি ও ঐতিহ্য।।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় ছিল প্রতিবাদের এক শক্তিশালী কেন্দ্র। সেই সময়কার আন্দোলনের ছবি ও লেখনী নতুন প্রজন্মকে ইতিহাস জানার সুযোগ করে দেবে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ছালেহ আহম্মদ খান বলেন, “সাংবাদিকতা শুধু তাৎক্ষণিক সংবাদ প্রকাশ নয়; বরং সময়, সমাজ ও আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করাও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব। অরুণোদয় সেই দায়িত্ব পালনের একটি সফল প্রয়াস। জাবিসাসের সদস্যরা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে-এটি আমাদের জন্য গর্বের।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং শরীফ মেটাল লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তানভীর আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরূহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. লুৎফুল এলাহী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুল হালিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব, জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান ও সম্পাদক নাদিয়া অন্বেষাসহ বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট