
শ্যামল চন্দ্র রায়,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলার জলঢাকা উপজেলা র উত্তর ধর্মপাল এলাকায় শনিবার গভীর রাতে চুরির চেষ্টা কালে ।স্হানীয় জনগণের সহায়তায় অন্ত:জেলা কুখ্যাত চোর অহিমুর ওরফে রবি আটক হয়েছে ।পরে তাকে জলঢাকা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
থানা পুলিশ সুত্রে জানা গেছে আটক অহিমুর ওরফে রবির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে । উল্লেখ্য ঠাকুরগাঁও সদর থানায় ২টি,আটোয়ারী থানায় ১টি,বরোদা থানায় ১টি এবং দিনাজপুরের বীরগণ্জ থানায় ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে ।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন,অহিমুর দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় চুরির সাথে জড়িত ছিল।আইন গত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।