
মোঃ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫- ২৬ অর্থ বছরে বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেকার যুবক ও যুব নারীদের জন্য ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
রবিবার সকালে ২রা নবেম্বর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
বক্তব্যে তিনি বলেন, এখানে শুধু আবেদন করে বসে থাকলেই চলবেনা নিয়মিত তাকে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ শেষে আবার পরিক্ষা নেওয়া হবে, পরিক্ষায় উত্তির্ন হতে পারলেই লাইসেন্স পাবে আর ফেল করলে সে লাইসেন্স পাবেনা, এমন বার্তা দিয়ে ড্রাইভিং ও অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ হুমায়ুন কবির, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ঈমান আলী, বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, বেলকুচি সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মুঞ্জুরুল ইসলাম, ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষক সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।