
নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গ্ৰাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্ৰাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে গ্ৰাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের হরিপুর উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, মৎস্য অফিসার রাকিবুল ইসলাম, ২নং আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।
কার্যক্রমের পরিসংখ্যানে
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ জনগণের ন্যায়বিচার পাওয়ার সহজতম উপায়, যা গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপস্থিত অতিথিরা প্রকল্পের সাফল্য তুলে ধরেন এবং মামলার দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।