
মোঃ রানা, বেলকুচি( সিরাজগঞ্জ) প্রতিনিধি : “যুক্তির আলোকে উজ্জীবিত তারুণ্য আমরাই গড়বো বাংলাদেশ” এমন প্রতিপাদ্যকে ধারন করে সিরাজগঞ্জের বেলকুচিতে বিতর্ক উৎসব ২০২৫-২৬ অর্থ বছরের বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় মাধ্যমিক ও উচ্চ- মাধ্যমিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ১৩ই নভেম্বর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বিতর্ক উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম,
সংসদ বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করেন মাতৃভূমি কালচারাল একাডেমির সত্বাধীকারী মোঃ নাজমুল হাসান,
বিতর্ক উৎসব অনুষ্ঠানে বিজ্ঞ মাননীয় বিচারক মণ্ডলীরা ছিলেন বেলকুচি উপজেলা সমাজসেবা কর্ম কর্তা দেবাশীষ কুমার ঘোষ, বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন, বেলকুচি বেটনারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তানিয়া সুলতানা, বিচারকরা চুল-ছেঁড়া বিচার বিশ্লেষণ করে চ্যাম্পিয়ন দল ঘোষণা করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোছাঃ আফরিন জাহান।