1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৫ চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকার খুলনা- ২ আসনের জনগণের উন্নয়নে গণসংহতি আন্দোলনের প্রার্থী মুনীর চৌধুরী সোহেলের পরিকল্পনা গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি গঠন দুপচাঁচিয়ায় গণসংযোগে এমপি পদপ্রার্থী মুহিত বলেন বিএনপি ক্ষমতায় গেলে বগুড়ায় ব্যাপক উন্নয়ন হবে দিনাজপুর–১ আসনে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের গণসংযোগ পলাশবাড়ীতে কেন্দ্রীয় মহাশ্মশান নিয়ে দ্বন্দ্বের অবসান, সর্বসম্মতিতে নতুন পরিচালনা কমিটি গঠন ” জার্মানির ২০২৬ সালের বাজেট চূড়ান্ত ভোটের পথে, ঋণ নেওয়া হবে ১৮০ বিলিয়ন ইউরো “ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রংপুরে জামাতের বিক্ষোভ

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকার

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ রাজিব হোসেন, স্টাফ রিপোর্টার চাটমোহর (পাবনা)ঃ

পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা কামরুল ও রাসেল জানান, সজনাই গ্রামের সাধু সরদার ও তাঁর তিন ছেলে—আল-আমিন সরদার, আরিফ সরদার এবং সালাম সরদারের ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং আটটি বসতঘর ভস্মীভূত হয়।

এ সময় ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আল-আমিন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের আটটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁইও নেই। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। ইউএনও বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।”

চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট