1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার আলোচিত ‘শুটার রাজু’ গ্রেপ্তার জিয়া উদ্যানে চলছে কবর খননের কাজ খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের নতুন খতিব আবদুল মালেক গণ মঙ্গল কেন্দ্রের হেড অফিস পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর মনোনয়নপত্র দাখিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই বিএনপি জাতীয় পার্টি জোট নয়, আসনভিত্তিক সমঝোতা হতে পারে: রংপুরে জিএম কাদের ঢাকা ৩ ও ঢাকা ২ আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার কমিটির তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর ধানের শীষের পক্ষে ভোট প্রচারণা ও লিফলেট বিতরণ

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকার

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃ রাজিব হোসেন, স্টাফ রিপোর্টার চাটমোহর (পাবনা)ঃ

পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা কামরুল ও রাসেল জানান, সজনাই গ্রামের সাধু সরদার ও তাঁর তিন ছেলে—আল-আমিন সরদার, আরিফ সরদার এবং সালাম সরদারের ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং আটটি বসতঘর ভস্মীভূত হয়।

এ সময় ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আল-আমিন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের আটটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁইও নেই। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। ইউএনও বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।”

চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট