
মান্দা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, ভেটেরিনারী সার্জন ডা. তানভির হাসান, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।
প্রাণী প্রদর্শনীতে স্থান পায় বেশি বিদেশী জাতের ষাড় গাভী, ছাগল, হাঁস-মুরগি, কবুতর,পাখি,ঘোড়া, এছাড়াও ওষুধের সুষম খাদ্য ওষুধপত্র।শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।