
ঠাকুরগাঁও( হরিপুর) প্রতিনিধি;
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। উপজেলার প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এলডিডিপি—প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিনব্যাপী এই প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি থেকে শুরু করে পশুপালন খাতের আধুনিক প্রযুক্তি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ—সবই তুলে ধরা হয়। খামারিদের জন্য ছিল পরামর্শ বুথ, টিকা কার্যক্রম এবং বিভিন্ন উদ্ভাবনমূলক উদ্যোগের প্রদর্শনী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। তিনি বলেন—গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পশুপালন খাতকে এগিয়ে নিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।