
মান্দা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় চলতি ২০২৫-২৬ অর্থ বছরে আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে প্রসাদপুর খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা.সাবরিন মোস্তরী সভাপতিত্বে এবং খাদ্য গুদামের পরিদর্শক ইমরান হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, খাদ্য গুদামের অফিসার ইনচার্জ মাসুদ রানা, মিল মালিক সামসুল আলম প্রমুখ।
উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক ইমরান হোসেন জানান, চলতি মৌসুমে মান্দায় আমন ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬৪ মেট্রিকটন, চালের লক্ষ্যমাত্রা ১১৭ মেট্রিকটন। ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৩৪ টাকা, চাল ৫০ টাকা।