
ডেস্ক রিপোর্টঃ
খুলনার রূপসায় প্রেসক্লাব রূপসায় দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। গত ৩০ নভেম্বর ২০২৫ ইং রবিবার বিকাল তিনটায় প্রেসক্লাব রূপসার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায় ২০২৬-২৭ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি রাজু আহমেদ খান শহীদ, সহ-সভাপতি মোঃ আশরাফ আলী রাজ, সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুহিববুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসানাত, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন তালুকদার, কোষাধ্যক্ষ নুসাইব বিন শহিদুল ফারাজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল্লাহ আল আজাদ, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান জুয়েল, আইটি সম্পাদক এফএম বুরহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী মারুফ, খান আশরাফুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ ইমরান হোসেন রানা, উত্তম চক্রবর্তী এককভাবে নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রূপসা শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সহকারি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন দেবীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, ও ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোছাম্মাদ রোজিনা আক্তার। নির্বাচনের সময় স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।