1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ওসমান হাদির সুস্থতা কামনায় জাবিতে ছাত্রশক্তির দোয়া মাহফিল বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে‌ নিশ্ছিদ্র নিরাপত্তা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারের আগুন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি অনুমোদন মসজিদে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার আর্থিক অনুদান নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ নীলফামারীতে ভিসা প্রতারকচক্রের মূলহোতা গ্রেফতার সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির মামলা ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

হরিপুরে খামার দাখিল মাদ্রাসায় অবৈধ কমিটি গঠনের অভিযোগে ইউএনও বরাবর আবেদন

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

নয়ন হোসেন,নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খামার ঈদগাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসায় শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে সুপার মামুনুর রশীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে—সুপার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার রায়হানুল ইসলাম মিয়াসহ একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে একটি পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অনিয়মের তদন্তসহ বৈধ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) ইউপি সদস্য আলমাস আলীসহ ১২ জন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ম্যানেজিং কমিটি গঠনের দায়িত্ব পাওয়ার পরও প্রিজাইডিং অফিসার রায়হানুল ইসলাম তফশিল ঘোষণা না করে সুপারের আত্মীয়স্বজনদের নিয়ে গোপনে কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেন। এতে অভিভাবকরা বঞ্চিত হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মামুনুর রশীদ বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না, এডহক কমিটির সভাপতির সঙ্গে কথা বলেন।” এডহক কমিটির সভাপতি আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “যা বলা হচ্ছে সব মিথ্যা ও ভিত্তিহীন।”

সহকারী সুপার সানাউল্লাহ জানান, “আমি সুপার স্যারকে কমিটি বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন নির্বাচনের কোনো সুযোগ নেই, সিলেকশনের মাধ্যমে কমিটি হবে। তিনি কীভাবে কী করেছেন—সেটি আমি জানি না।”

প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, “আমার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি স্টাফদের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি—মাদ্রাসার স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার পরিবেশ রক্ষায় নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ম্যানেজিং কমিটি গঠন নিশ্চিত করা জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট