
মান্দা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় থানা ও সার্কেল অফিস পরিদর্শন করেন
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মান্দা থানা এবং সার্কেল অফিস পরিদর্শন করেন। নওগাঁয় যোগদানের পর এই প্রথম তিনি মান্দায় পরিদর্শনে আসেন।
পরিদর্শনে সময় তিনি পুলিশ ফোর্সের সাথে রোল কল গ্রহণ এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময়ে পুলিশ সুপার বলেন, পুলিশ হচ্ছে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ,কোন দল বা মতের সমর্থক নয়। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মান্দা থানার সকল অফিসার এবং ফোর্সকে সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করা নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও রাত্রিকালীন টহল জোরদার এবং অপরাধ প্রতিরোধে সার্কেল সহকারী পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ মান্দা থানা কে নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময়ে তিনি পুলিশ ফোর্সের সমস্যা ধৈর্য ধরে শোনেন সমাধানের চেষ্টা করেন।শেষে মান্দা সার্কেল অফিস পরিদর্শন করেন।