
জাকির হোসেন হাওলাদার,দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ৫ জানুয়ারী সকাল থেকে কুকুরের কামড়ে এ পর্যন্ত অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে কুকুরটি উপজেলার বিভিন্ন এলাকায় দিগ্বিদিক ঘুরে ঘুরে পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষদের ওপর হামলা চালায়। কুকুরটির আকস্মিক ও আক্রমণাত্মক আচরণে অনেকেই পালাতে না পেরে কামড়ের শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ এনামুল হক জানান, হঠাৎ করেই সকাল থেকে হাসপাতালে কুকুর কামড়ানো রোগী আসতেছে, রোগীর অনেক ভীড়, আমাদের এখানে ভ্যাক্সিন না থাকায় বেশিরভাগ রোগীকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।এদিকে কুকুরটির হামলার খবরে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অনেক অভিভাবক শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। স্থানীয়দের দাবি, দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা না হলে আরও মানুষ আক্রান্ত হতে থাকবে।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা বলেন, ঘটনা জানতে পেরে আমি হাসপাতাল পরিদর্শন করেছি, বেওয়ারিশ কুকুরটিকে আটক করতে ইতিমধ্যেই উপজেলা প্রশাসন থেকে টিম নামানো হয়েছে, আমাদের যথাসম্ভব সর্বোচ্চ কাজ করছি।
স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে কুকুরটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।
এদিকে রোগীরা ভ্যাক্সিন না পেয়ে হতাশা প্রকাশ করছেন, জানাগেছে আজদুপুরে দুমকি ফারুক হাওলাদার বাড়ি শতাধিক জনতা কুকুর টি কে মেরে ফেলেছে।