
মো: নূরেআলম রায়হান : কেরানীগঞ্জ (ঢাকা)
কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন এর আশরাফুল মাদারিস মুসলিমাবাদ মাদ্রাসামাঠ প্রাঙ্গনে আজ ( ৩০ জানুয়ারি) ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্ণেল আব্দুল হক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,আগামী ১২ই ফেব্রুয়ারী তারিখে ১১ দলীয় ঐক্য জোটকে ভোট দিয়ে সংসদে পাঠাতে, যাতে দূর্নীতি,চাঁদাবাজ, মাদক ব্যবসা বন্ধ হলে,না হলে আবার দেশ দূর্নীতি, মাফিয়া লুটেদের হাতে চলে যাবে।
তিনি আরোও বলেন,দূর্নীতি বাজেরা কখন ও দূর্নীতি বন্ধ করতে পারে না, চাঁদাবাজেরা কখনও চাঁদাবাজ বন্ধ করতে পারে না, মাদক ব্যবসায়ীরা কখনও মাদক বন্ধ করতে পারে না, ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি।
দেচের মানুষ শান্তিতে বাসবাস করতে হলে ঢাকা -২ আসনের দাঁড়িপাল্লা কে জয়যুক্ত করতে আহ্বান জানাচ্ছি।
এ সময় আরো ও বক্তব্য দেন,ইন্জিনিয়ার তৌফিক হোসেন,ডাক্তার এমাদুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন,আব্দুল কাদের প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন,কেরানীগঞ্জ মডেল পূর্ব থানা কর্ম পরিষদ সদস্য,, কালিন্দী পশ্চিম ইউনিয়নের আমীর হাফেজ আব্দুল্লাহ আল মামুন। সমাবেশ শেষে দাঁড়িপাল্লার মিছিল নিয়ে কালিন্দী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।