মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে সারাদিন ধরেই থেমে থেমে বৃষ্টি বাইরে কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে দিনমজুর,শ্রমিক , ভ্যানগাড়ি চালক , ক্ষুদ্র ব্যবসায়ীরা
দিন এনে দিন খাওয়া মানুষ গুলোর রোজগার বন্ধ থাকায় দুর্বিষহ জীবন যাপন চলছে তাদের।
বাগেরহাটের রামপালে অধিকাংশ মানুষ ই মৎস্য চাষ বা অন্যের জমিতে কাজ করা, ভ্যানগাড়ি ,মটর বাইক, ইজিবাইক চালানো, ক্ষুদ্র ব্যবসা সহ ঘরের বাইরে কাজকর্ম করে আয় রোজগার করে সংসার চালায়।
চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই বৃষ্টিপাত হয়ে আসছে যা গত কিছুদিন বিরতি থাকার পর পুনরায় শুরু হয়েছে
দেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয় ,সাগরে নিম্ন চাপের ফলে দেশের সমুদ্র বন্দরে তিন নম্বার সতর্কতা সংকেত জারি হওয়ার প্রভাবে শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন যার জন্য কাজ বন্ধ করে ঘরে বসেই দিন কাটাতে হচ্ছে রামপালের খেটে খাওয়া নিম্ন আয়ের
মানুষের ।
বৃষ্টির ফলে মাঠে কাজ বন্ধ , ভ্যানগাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া বন্ধ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্রেতা নাই আবার ব্যবসায়ী পণ্য সরবরাহে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রামপালে ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন সকাল থেকে থেমে থেমে বৃষ্টি লোকজন নাই রাস্তাঘাট ফাঁকা প্রায় । ভেবেছি বিকালে লোকজন হতে পারে কিন্তু বিকালে আরো বেশি বৃষ্টি ।
একজন ভ্যানচালক বলেন গতকাল বিকাল থেকে বৃষ্টি ভ্যান চালাতে পারছিনা বলতে পারেন দুইদিন ইনকাম নেই কিন্তু খাওয়া দাওয়ার খরচ তো আছে।
খাওয়া তো লাগে আজ মোটেও গাড়ি বের করতে পারিনাই বৃষ্টি হচ্ছে আমি না হয় ভিজলাম কিন্তু যাত্রীরা তো ভিজে যেতে চাইবে না তাই ভ্যানে কোন লোক ই হয়না
আবার শোনা যাচ্ছে ৩ নম্বার সতর্কতা সংকেত জারি রয়েছে এই ভাবে একটানা বৃষ্টি হলে তো ইনকাম বন্ধ হয়ে ঘরে বসে থাকতে হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে খুলনা , বাগেরহাট সহ সারাদেশে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে
পারে ।