1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মিডফোর্ডে হত্যাকান্ড ধর্ষন হত্যা চাঁদাবাজ প্রতিবাদে বিক্ষোভ মিছিল  রামপালে দরিদ্র কৃষকের মাঝে কৃষিবিদ শামীমের ধানবীজ উপহার শেরপুরের সীমান্তে শিশুসহ ১০ জনকে পুশইন করলো বিএসএফ ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষে দারুননাজাত মডেল মাদ্রাসা একটি খারাপ রেজাল্ট মানে জীবন শেষ নয়,এটি পরিবর্তনের সিগন্যাল নীলফামারীতে বাল্যবিবাহ ঠেকাতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও হামলার শিকার – বীরগঞ্জে ফুটপাত ও সড়ক দখলে জনদুর্ভোগ চরমে মোংলায় ঢাকার সাথে সরাসরি ট্রেন চালুর দাবিতে মানববন্ধন বাজুয়ার বেড়েখালের রাস্তার বেহাল অবস্থা, অচল জনজীবন রামপালে থেমে থেমে বৃষ্টি বিপাকে নিম্নআয়ের দিনমজুর , শ্রমিক

বীরগঞ্জে ফুটপাত ও সড়ক দখলে জনদুর্ভোগ চরমে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার প্রধান সড়ক ও ফুটপাতগুলো এখন অবৈধ দখলদারদের কবলে। যত্রতত্র দোকানপাট এবং যানবাহনের বিশৃঙ্খল পার্কিংয়ের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও একই চিত্র দেখা যাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ঢাকা-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়বেনর অংশ বিশেষসহ পৌরসভার ভেতরের গুরুত্বপূর্ণ সড়ক যেমন থানা মার্কেট এলাকা, পুরাতন শহীদ মিনারে মোড় থেকে মধ্য তাজ মহল রোড, কেন্দ্রীয় মসজিদের সামনে,পরিত্যক্ত ডাক্তার খানা মাঠে সংলগ্ন এলাকা,তাজ মহল সিনেমা হলের পূর্ব পাশে ফুটপাত ও সড়কের সিংহভাগই অবৈধ দখলে চলে গেছে। ফলমূল, কাঁচাবাজার ও মাছের বাজারের পসরা সাজিয়ে বিক্রেতারা ফুটপাতের একটি বড় অংশ দখল করে রেখেছেন। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তাগুলো এমনিতেই সরু। তার ওপর এই অবৈধ দখলের ফলে যানজট এখন নিত্যদিনের ঘটনা, যা সময় নষ্টের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। বীরগঞ্জ পরিত্যক্ত ডাক্তার খানা মাঠের পূর চারিপাশে হোটেল এবং মাছের বাজার ও ফলের দোকানের সারি ফুটপাত দখল করে রেখেছে।

৬ম শ্রেণির ছাত্রী সঞ্চিতা,মিতু ও জবা জানান, স্কুলের সামনে মাছের আঁশটে ও পচা গন্ধে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যায় এবং যানজটের কারণে তাদের স্কুলে যাতায়াত করতে অত্যন্ত কষ্ট হয়। রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশার যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখলের

কারণে পথচারীদের চলাচল রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, কিছু মার্কেটের মালিক টাকার বিনিময়ে ফুটপাত ও সড়কের ওপর অবৈধ দোকানপাট বসানোর সুযোগ করে দিচ্ছেন। পৌরসভায় আইনশৃঙ্খলা মাসিক মিটিংয়ে এই বিষয়টি একাধিকবার আলোচনা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পৌরসভা কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালালেও অভিযান শেষ হওয়ার পরপরই দখলদাররা পুনরায় ফুটপাত দখল করে তাদের ব্যবসা শুরু করে।

উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর আহমেদ জানান,পৌরশহরের ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন এই প্রসঙ্গে বলেন, আমরা ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। কিন্তু অভিযান শেষ হওয়ার পরপরই দখলদাররা আবার ফিরে আসে। । এটি একটি চত্রের মতো কাজ করছে। আমরা এই সমস্যার একটি স্থায়ী সমাধান বের করার চেষ্টা করছি, যাতে পৌরবাসী নির্বিঘ্নে যানজটমুক্ত চলাচল করতে পারে। তিনি আরও বলেন,পৌরসভার মাস্টার ড্রেনের উপর অবৈধভাবে দোকানপাট অপসারণের জন্য ইতোমধ্যে মাইকিং করে প্রচার করাসহ তালিকা তৈরি কাজ অব্যাহত রয়েছে।

বীরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: এনামুল হক বীরগঞ্জের এই পরিস্থিতির একটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বীরগঞ্জ পৌরশহরের মহাসড়কের পাশে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এখন সময়ের দাবি। পৌরসভা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পন নিতে হবে যাতে উচ্ছেদের পর আবার দখল না হয়। ভুক্তভোগী পৌরবাসীও এই দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট