মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন। আদিতমারী উপজেলা চত্ত্বরে এ মানববন্ধন হয়।
২৪ জুলাই ২০২৫, সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি আদিতমারী উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সারাদেশে কিন্ডারগার্টেন শিক্ষক ও শিক্ষিকারা এই মানববন্ধন করেন।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৫ম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। উপস্থিত ছিল কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সভাপতি মোঃ আজিজুল ইসলাম, শিক্ষিকা মোবাই শিখা খানম মিম। সাপ্টিবাড়ি মডেল স্কুল। আদিতমারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ ওমর ফারুক, টিপের বাজার কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল জামাল হোসেন। বর্ণমালা কিন্ডারগার্ডেনের প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম পলাশী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক সহ ৪১ টি কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল মানববন্ধনে অংশগ্রহণ করে।