1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযাত্রিকের ২৪০০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত – রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিষয়টি রাষ্ট বিবেচনা করবে-নিহত মাহেরীন এর স্বামী সাঁতার শেখায়, শিশুদের জীবন বাঁচায় , প্রতিপাদ্যে রামপালে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের জন্য মানববন্ধন রামপালে শামীমের অর্থায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ নীলফামারী কন্য বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন মাহেরিন চৌধুরী মিডফোর্ডে হত্যাকান্ড ধর্ষন হত্যা চাঁদাবাজ প্রতিবাদে বিক্ষোভ মিছিল  রামপালে দরিদ্র কৃষকের মাঝে কৃষিবিদ শামীমের ধানবীজ উপহার শেরপুরের সীমান্তে শিশুসহ ১০ জনকে পুশইন করলো বিএসএফ ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষে দারুননাজাত মডেল মাদ্রাসা

রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিষয়টি রাষ্ট বিবেচনা করবে-নিহত মাহেরীন এর স্বামী

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর , রংপুর অফিস:

রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে মাহেরীন যে দায়িত্ব পালন করেছেন, তার ভিত্তিতে রাষ্ট্র যদি মনে করে, তবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করবে। আমাদের পারিবারিকভাবে তেমন কোনো চাওয়া-পাওয়া নেই বলে মন্তব্য করেন রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে স্ত্রীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, মাহেরীন তার কাজের মধ্য দিয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন। জীবদ্দশায় এমন ঘটনা ঘটলে হয়তো তিনি নিজেই কিছু বলতে পারতেন। এখন আর বলার কিছু নেই।

দুই সন্তানের কথা উল্লেখ করে মনসুর হেলাল বলেন, আমাদের দুই সন্তানের জীবনটা কেবল শুরু হয়েছিল। তাদের মা ছিল সবচেয়ে বড় শক্তি। এখন সেই মানুষটি নেই। আপনারা ওদের জন্য দোয়া করবেন, যেন ওরা তাদের মায়ের রেখে যাওয়া সম্মান ধরে রাখতে পারে। ওরা যেন এমন কিছু না করে, যাতে সম্মান ক্ষুণ্ন হয়।

বিমান দুর্ঘটনায় নিহত অন্যদের কথা স্মরণ করে তিনি বলেন, মাহেরীনের সঙ্গে যারা শহীদ হয়েছে সেই নিষ্পাপ শিশুগুলোর ও অন্য শিক্ষকদের জন্যও আমাদের পক্ষ থেকে গভীর দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই(সোমবার) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে পাশের একটি ভবনে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় ভবনে। ধোঁয়া আর আতঙ্কে চারপাশ যখন হাহাকার, তখনও শিশু শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত ছিলেন মাহেরীন। ২০ শিশুর জীবন রক্ষা করে, শেষে তিনি নিজেই আগুনে আটকে পড়েন। শরীরের অধিকাংশ দগ্ধ হয় তার। তাকে গুরুতর অবস্থায় নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। রাত ৯টা ৪৫ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২২ জুলাই(মঙ্গলবার) বিকালে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী চৌধুরীপাড়াস্থ বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফর করা হয় তাকে।

এদিকে, বৃহস্পতিবার(২৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত দুই শিক্ষক মাহেরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্মাননা প্রদানের বিস্তারিত প্রক্রিয়া অতিদ্রুত নির্ধারণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট