1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জলঢাকায় প্রতিবন্ধী হোসনে আরা’কে সেলাই মেশিন দিলেন ইউএনও ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম প্রেম করে কলেজ ছাত্রীকে বিয়ে, পরিবারের করা অপহরণ মামলায় স্বামী কারাগারে গোদাগাড়ীতে শিশু সুরক্ষা নিয়ে কমিউনিটি সংলাপ ময়মনসিংহে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন রামপালে কৃষকের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ৭ জন জেলে কে জরিমানা করলেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরালেন আরএমপি পুলিশ কমিশনার

পেশাগত দায়িত্ব পালনকালে জঙ্গল সলিমপুরে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরাপার্সনসহ আহত ২, সরঞ্জাম লুট; সাংবাদিক সমাজে ক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

আনিছুর রহমান

নিজস্ব (প্রতিবেদক) চট্টগ্রাম:

​চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টেলিভিশন-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ এবং ভিডিও জার্নালিস্ট মো. পারভেজ। হামলায় দুইজনই আহত হয়েছেন। এ সময় তাদের ক্যামেরা ভাঙচুর, মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এমন ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে ৫ই অক্টোবর ২০২৫) ইং তারিখ সকালে সন্ত্রাসীদের হামলার শিকার হন এখন টেলিভিশনের সাংবাদিকরা।

সূত্র জানায় সকালে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিশেষ সংবাদ সংগ্রহের জন্য যান এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজ। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

​এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের বেধড়ক মারধর করে। এতে হোসাইন আহমেদ জিয়াদ ও মো. পারভেজ দু’জনই গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের পেশাগত সরঞ্জামের ওপরও আঘাত হানে। ক্যামেরাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় সাংবাদিকরা সেখান থেকে উদ্ধার করে এবং পরবর্তীতে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পেশাগত দায়িত্ব পালনকালে এমন ভয়াবহ হামলার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

​সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা মনে করেন, সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনে গেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

এ ঘটনায় এখন টেলিভিশনের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু হবে এবং জড়িতদের গ্রেফতারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর একটি গুরুতর আঘাত, তাই সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট