1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জলঢাকায় প্রতিবন্ধী হোসনে আরা’কে সেলাই মেশিন দিলেন ইউএনও ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম প্রেম করে কলেজ ছাত্রীকে বিয়ে, পরিবারের করা অপহরণ মামলায় স্বামী কারাগারে গোদাগাড়ীতে শিশু সুরক্ষা নিয়ে কমিউনিটি সংলাপ ময়মনসিংহে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন রামপালে কৃষকের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ৭ জন জেলে কে জরিমানা করলেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরালেন আরএমপি পুলিশ কমিশনার

দুই কিডনি বিকল: জীবন বাঁচাতে প্রয়োজন ৬০ লাখ টাকা, ফুটফুটে ৪ সন্তানদের মুখে হাসি ফেরাতে আকুল আবেদন কফিল উদ্দিনের পরিবারের

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

নিজস্ব (প্রতিবেদক) চট্টগ্রাম:। 
চট্টগ্রামের বাঁশখালীতে ​অভাব-অনটন আর অনাহারের মধ্যে কঠিন জীবন পার করছেন চট্টগ্রাম জেলার গন্ডামারা ইউনিয়ন, ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কফিল উদ্দিন (৩৯)। রশিদ আহমদের এই পুত্র বর্তমানে নিজ শাশুড়বাড়ি ৭ নং ওয়ার্ডের মৌলানা আব্বাস উদ্দিনের বাড়িতে স্ত্রী ও চার অবুঝ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

​স্নাতক ডিগ্রি শেষ করে কর্মজীবন শুরু করেছিলেন কফিল উদ্দিন। কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি ডায়বেটিস  রোগে আক্রান্ত হন। একসময় এই ডায়াবেটিস ধীরে ধীরে তাঁর কিডনিতেও আক্রমণ করে। গত এক বছর ধরে তিনি কিডনি রোগের চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ (চমেক)সহ সরকারি-বেসরকারি এবং ঢাকা মিরপুরের সিকেভি  হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কফিল উদ্দিন তাঁর নিজের সঞ্চয় ও বিভিন্ন জন থেকে ফার্জনা (ধার) করে ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছেন। ​তাঁর পরিবার জানিয়েছে, এই ব্যয়বহুল চিকিৎসা করাতে ইতিমধ্যে ১০ লক্ষ টাকা খরচ হয়েছে।

​বর্তমানে কফিল উদ্দিনকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। এতে প্রতি সপ্তাহে ডায়ালাইসিস বাবদ ১৫ হাজার টাকা খরচ হয়। ডায়ালাইসিস খরচ ছাড়াও আসা-যাওয়ার গাড়ি ভাড়া এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা বাবদ প্রতি সপ্তাহে তাঁর মোট ২০ হাজার টাকার মতো প্রয়োজন হচ্ছে। একদিকে ধার-দেনা করে চলছে নিজের চিকিৎসা, অন্যদিকে তাঁর ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া বড় মেয়ে ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলের পড়ালেখা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া, নিয়মিত তিনবেলা খাবার যোগাতেও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসার বেডে পড়ে থাকা কফিল উদ্দিনের স্ত্রী। ​

​বিশেষজ্ঞ কিডনি চিকিৎসকগণ জানিয়েছেন, কফিল উদ্দিনের দুটি কিডনিই পরিবর্তন করতে হবে। এই জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার সম্পন্ন করতে প্রায় ৬০ লক্ষ টাকার প্রয়োজন। ​এই অবস্থায়, ধার-দেনায় ডুবে থাকা এবং ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করতে না পেরে কিডনি রোগে আক্রান্ত কফিল উদ্দিন, তাঁর স্ত্রী ও ফুটফুটে চার অবুঝ ছেলেমেয়ে সমাজের বিত্তবান ও দানশীলদের কাছে বিনয়ের সাথে সাহায্যের অনুরোধ জানিয়েছেন। তাঁদের অল্প অল্প দান এবং সরকারি সহায়তা পেলে চার সন্তানের মুখে হাসি ফুটতে পারে, এবং কফিল উদ্দিন পেতে পারেন উন্নত চিকিৎসা ও স্বাভাবিক জীবন।

​সাহায্য পাঠানোর ঠিকানা:

​নাম: মোহাম্মদ কফিল উদ্দিন

​বিকাশ পারসোনাল: 01645079622

​ব্যাংক একাউন্ট নাম্বার: 1361101196721 পূবালী ব্যাংক পিএলসি, সন্দীপ শাখা চট্টগ্রাম।

​আপনাদের সামান্য সাহায্যই ফুঁটতে পারে ৪টি অবুঝ শিশু ও এক গৃহিণীর মুখে হাসি  বাঁচতে পারে একটি পরিবারের জীবন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট