
দিদারুল আলম জিসান, কক্সবাজার প্রতিনিধি:
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ”এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে Relay ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৩ অক্টোবর জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে পাবলিক লাইব্রেরী হলে আয়োজিত এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কক্সবাজার একটি দুর্যোগ ঝুঁকিপ্রবণ এলাকা। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলামের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব,সিভিল সার্জন ডা মোহাম্মদুল হক,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান,জেলা ত্রাণ ও পুসর্বাসন কর্মকর্তা মো: আজাদের রহমানসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি, শিক্ষার্থীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।