
মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা:
নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
সোমবার (১৩ অক্টোবর) ডিমলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দুর্যোগ, প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ দিবসে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন , উপজেলা নির্বাহী অফিসার মো, ইমরানুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না , সহকারী কমিশনার(ভূমি) রওশন কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদুল হক , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, সমাজ সেবা অফিসার ওয়াসিম ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর ও বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান দুলাল সহ সাংবাদিক জামান মৃধা , জাহিদুল ইসলাম, ও মামুনুর রশিদ প্রমুখ । উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে মিলিত আলোচনার কার্যক্রম দিয়ে শেষ হয়।