
অতনু চৌধুরী (রাজু), খুলনা প্রতিনিধিঃ
বাংলাদেশ নৌবাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান, ১৭৪’পিস ইয়াবা ও ব্যবসায় ব্যবহৃত ৫০’হাজার ৫৬০’টাকা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক।
গত রবিবার ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের ডাওরী বাজার এলাকায় এ শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উক্ত এ শ্বাসরুদ্ধকর অভিযানকালে লালমোহন চরলক্ষীর মাদক ব্যবসায়ী মোঃ শরীফ এবং মোঃ সাগরকে আটক করা হয়। এ সময় আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে ১৭৪’পিস ইয়াবা এবং ব্যবসায় ব্যবহৃত ৫০’হাজার ৫৬০’টাকা পাওয়া যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদক ও টাকা’সহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখিত, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা’সহ
সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখছে বাংলাদেশ নৌবাহিনী।