1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলঢাকায় সাংবাদিকের উপর নির্যাতনকারীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন তিস্তা নদী রক্ষায় তরুণদের ফ্ল্যাশমব ও মানববন্ধন অনুষ্ঠিত জলঢাকায় প্রতিবন্ধী হোসনে আরা’কে সেলাই মেশিন দিলেন ইউএনও ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম প্রেম করে কলেজ ছাত্রীকে বিয়ে, পরিবারের করা অপহরণ মামলায় স্বামী কারাগারে গোদাগাড়ীতে শিশু সুরক্ষা নিয়ে কমিউনিটি সংলাপ ময়মনসিংহে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন রামপালে কৃষকের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জলঢাকায় সাংবাদিকের উপর নির্যাতনকারীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি:

জলঢাকায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী আল আমিনের উপর হামলাকারী আলম ও রহিম বাহিনীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালন করেন আইনী সহায়তা কেন্দ্র (আসক) নীলফামারী জেলা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি জলঢাকা উপজেলা । ২৯শে অক্টোবর ২০২৫,রোজ -বুধবার বিকাল ৪ঘটিকার সময় ,স্হানীয় জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয় । গত ৭ অক্টোবর গোলমুন্ডা ইউনিয়নে তথ্য সংগ্রহ করতে গেলে অতর্কিত হামলার শিকার হন সংবাদ ও মানবাধিকার কর্মী আল-আমিন ইসলাম পরে স্থানীয় সচেতন নাগরিক ও প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় চতুর্থ দিন এসে থানায় একটি এজাহার দায়ের করেন পরে রাতে মামলাটি রেকর্ড করা হয়। ১১ জনকে নামিও ও অজ্ঞাত নামা ৮জনকে আসামী করেন। দীর্ঘ ২২ দিন হয়ে গেলে কোন আসামি গ্রেফতার হয় না। তাই সচেতন নাগরিক ও স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মীরা এই মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার আসকের সভাপতি নির্যাতিত সাংবাদিক আলামিন ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু, সিনিয়র সাধারণ সম্পাদক মোনা ইসলাম, ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, রোকনুজ্জামান,সামিনুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি এন আই মানিক, তালাশ টিভি ২৪ ও আলোর বাংলাদেশ পত্রিকার জলঢাকা প্রতিনিধি শ্যামল চন্দ্র রায়, ভোরের আলোর প্রতিনিধি কামরুজ্জামান, খোকনুজ্জামান খোকন, সহ প্রিন্ট ,ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তব্যে প্রদান করে ন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জামিয়া রহমান,তিনি বলেন একজন সাংবাদিককে প্রশাসনের সামনেই নির্যাতিত করা হয় এবং মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়।কিন্তু সেই আসামি গুলো কিভাবে এখনো এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ করে ।থানা পুলিশ কি এগুলো চোখে দেখে না আমরা তাই চব্বিশ ঘন্টা আল্টিমেটাম দিলাম যদি আলম ও তার সহযোগীরা গ্রেফতার না হয় আমরা জোরালো আন্দোলন গড়ে তুলবো। মানবাধিকার কর্মী আল আমিন ইসলাম বলেন, আমাকে যারা হামলা করলো তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে । তাদের এখনো গ্রেফতার করা হয় নাই কেন । আমি প্রশাসনের কাছে জবাব চাই। আইনি সহায়তা কেন্দ্র আসক নীলফামারী জেলার সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু বলেন,প্রশাসনের সামনে একজন মানবাধিকার কর্মী নির্যাতনের শিকার হলো। কিন্তু প্রশাসনের কোন ভুমিকা নাই আসামী গ্রেফতার করার ।তাহলে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা কিভাবে কাজ করবো । তিনি আরও বলেন সংবাদ ও মানবাধিকার কর্মী নাহিদ হাসানকে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর নির্যাতনের ঘটনায় ১৫ নাম্বার আসামি করা হয় ।নাহিদকে এই জায়গায় জড়িত করে তারাও প্রমাণ করে দিলো যে সত্য তুলে ধরতে গিয়ে নাহিদ আসামী হয়। এবং মানববন্ধন থেকে সকলের এটা প্রতিবাদ এবং দ্রুত সময়ের মধ্যে নাহিদের নাম প্রত্যাহার ও আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট