
মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ
সাভারে নিখোঁজের ১১ দিন পর বস্তাবন্দি অবস্থায় অটোরিকশা চালক ফজলে রাব্বি (২২)-এর লাশ উদ্ধারের ঘটনায় জড়িত মূল আসামী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
এর আগে শনিবার টাঙ্গাইল সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাভারের কলমা উত্তরপাড়ার জাকির আলী ভূঁইয়ার ছেলে আবির হোসেন রাতুল (২৩) ও তার স্ত্রী ফাহিমা আক্তার ইতি (২৩)। তারা ঘটনার পর টাঙ্গাইল শহরের বেলটিয়াবাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছিলেন বলে জানায় পুলিশ।
নিহত রাব্বি ওই এলাকার মৃত ছবদের খানের ছেলে। জীবিকার তাগিদে তিনি অটোরিকশা চালাতেন।
পুলিশ জানান, গত ৩০ অক্টোবর বিকেলে সাভার মডেল থানাধীন উত্তর কলমা এলাকার স্ট্রবেরি বাগানসংলগ্ন জঙ্গল থেকে ফজলে রাব্বির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এ ঘটনায় রাব্বির মামা ওহাব আলী (৪০) বাদি হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তের এক পর্যায়ে টাঙ্গাইল শহরের বেলটিয়াবাড়ি এলাকা হতে র্যাবের সহযোগিতায় রাতুল ও ইতিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, স্ত্রী ইতির সাথে রাব্বীর অবৈধ সম্পর্ক থাকায় রাতুল ক্রোধে এই হত্যাকান্ডটি ঘটায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, পুলিশ ও র্যাবের যৌথ প্রচেষ্টায় টাঙ্গাইল সদর থানা এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।