
বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের(বীরগঞ্জ–কাহারোল) নিয়ে গঠিত দিনাজপুর–১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম–এর পক্ষে গণসংযোগ করেছেন উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের বাজার ও আশপাশের পাড়া–মহল্লায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন—
বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা,
সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম,
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম ইসলাম,
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কথা বলে তাঁদের কাছে দোয়া ও সমর্থন চান নেতৃবৃন্দ।
গণসংযোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।