1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ওসমান হাদির সুস্থতা কামনায় জাবিতে ছাত্রশক্তির দোয়া মাহফিল বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে‌ নিশ্ছিদ্র নিরাপত্তা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারের আগুন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি অনুমোদন মসজিদে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার আর্থিক অনুদান নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ নীলফামারীতে ভিসা প্রতারকচক্রের মূলহোতা গ্রেফতার সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির মামলা ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

রংপুরে ভিডিপি–টিটিপি দশদিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

রংপুর জেলা প্রতিনিধি :-

রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে দশ দিনব্যাপী ভিডিপি–টিটিপি মৌলিক প্রশিক্ষণের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত ১৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হয়।

ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে। একই সাথে
টিটিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয় রংপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের জলছত্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে।

উভয় প্রশিক্ষণেই ৩২ জন পুরুষ ও ৩২ জন নারীসহ মোট ৬৪ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণজুড়ে অংশগ্রহণকারীরা নেতৃত্বগুণ, শৃঙ্খলা, আত্মরক্ষা কৌশল, কমিউনিটি পুলিশিং, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর হাতে-কলমে শিক্ষা অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ রাশেদুল ইসলাম বিএএমএস) তিনি বলেন,
“এই প্রশিক্ষণ শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি মাঠপর্যায়ে পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং সেবামুখী মনোভাব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা ও সামাজিক সেবায় আরও অগ্রণী ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব বিজন দত্ত। তিনি বলেন,
“দশ দিনের প্রতিটি সেশন ছিল সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করলেই প্রকৃত সাফল্য অর্জিত হবে।”

অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর সদর উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুজ্জামান মনির। তিনি বলেন,
“প্রশিক্ষণ এখানেই শেষ নয়—এটি আপনাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনের প্রস্তুতি মাত্র। সমাজের প্রতিটি চ্যালেঞ্জে সচেতন ও দক্ষ সদস্য হিসেবে কাজ করার লক্ষ্য রাখতেই হবে।”

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, দুর্যোগ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট