1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ওসমান হাদির সুস্থতা কামনায় জাবিতে ছাত্রশক্তির দোয়া মাহফিল বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে‌ নিশ্ছিদ্র নিরাপত্তা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারের আগুন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি অনুমোদন মসজিদে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার আর্থিক অনুদান নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ নীলফামারীতে ভিসা প্রতারকচক্রের মূলহোতা গ্রেফতার সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির মামলা ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

মিলন মেলা বন্ধ ঘোষণা: হরিপুরের ভাতুরিয়া সীমান্তে দুই দেশের ঐতিহ্যবাহী আয়োজন স্থগিত

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

নয়ন হোসেন,নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বার্ষিক মিলন মেলা এ বছর আর অনুষ্ঠিত হচ্ছে না। উপজেলা প্রশাসনের নির্দেশে মেলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ প্রদান করেন।

মেলাটি বাংলাদেশ–ভারত দু’দেশের সীমান্ত এলাকাবাসীর বহু বছরের সংস্কৃতি, সৌহার্দ্য ও সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত। প্রতি বছর স্থানীয়ভাবে এই মেলা ঘিরে ব্যাপক প্রস্তুতি, ব্যবসা-বাণিজ্য, বিনোদন এবং দুই দেশের মানুষের সৌহার্দ্য বিনিময়ের পরিবেশ সৃষ্টি হতো। তবে চলতি বছর নিরাপত্তা, প্রশাসনিক বিবেচনা ও বিভিন্ন বৈধতার কারণে মেলা বন্ধ করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে।

ইউএনও’র প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভাতুরিয়া সীমান্তের মিলন মেলা আয়োজন স্থগিত রাখা হচ্ছে। নির্দেশনা অমান্য করে কেউ মেলাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, নিরাপত্তার স্বার্থে এটি যৌক্তিক সিদ্ধান্ত; আবার কেউ বহু বছরের ঐতিহ্য বন্ধ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। সীমান্ত এলাকার প্রবীণ বাসিন্দারা বলছেন, এই মিলন মেলা দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।

মেলাটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী, বিনোদনপ্রেমী মানুষ এবং অঞ্চলের সংস্কৃতি অনুরাগীদের মধ্যে একধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে ভবিষ্যতে পুনরায় মেলা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হতে পারে।

এদিকে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভাতুরিয়া সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট