
মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ভিআইপি সহ সর্বস্তরের মানুষের নিরাপদ ও নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজয় দিবসকে কেন্দ্র করে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে থাকছে বিশেষ নজরদারি। মহাসড়ক যানজটমুক্ত রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামসহ সাভার ও আশুলিয়া থানার কর্মকর্তারা।
পরিদর্শন শেষে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ৪ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।
তিনি আরও বলেন, আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচলের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। ৪ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিষিদ্ধ সংগঠন ও ফ্যাসিস্টদের স্মৃতিসৌধে প্রবেশ ঠেকাতে নজরদারি রাখা হয়েছে। বর্তমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো শঙ্কা নেই।