1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণেশিক্ষার্থীর মৃত্যু বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন মানিকগঞ্জ ঘিওর মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থীর মতবিনিময় আশুলিয়ায় তিতাস গ্যাসের অভিযান, ৭ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ইরান প্রবাসী আব্দুল্লাহকে সংবর্ধনা মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে কৃষক পরিবার রাজশাহীতে মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড কুমিল্লায় সীমান্তে ১০- বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ মুন্সিগঞ্জসহ সারাদেশে আ.লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে বিজিবির অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে মোট ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে হ্নীলা বিওপির অধীন একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে এবং সংশ্লিষ্ট বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আনোয়ার প্রজেক্ট এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

এ সময় ভোর আনুমানিক ৫টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে তার হাতে থাকা কালো রঙের একটি প্লাস্টিক পলিব্যাগ ফেলে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত কালো রঙের প্লাস্টিক পলিব্যাগের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও এ ঘটনায় আর কোনো অবৈধ সামগ্রী বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নয়, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং একের পর এক সফল অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট