
কেএম জহুরুল হক জনি,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হড়িচন্ডী বাজারে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, দৌলা মন্ডল, সাইদুর রহমান, আব্দুল হাই, সমাজসেবক ফজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা আকরামুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু তালহা নূরী, দপ্তর সম্পাদক ইসমাইল ইসলাম, সহ-সভাপতি রাজু, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি ও সদস্য সচিব মাসুম বিল্লাহ বাবু মন্ডলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা আকরামুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠন একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। সদস্যদের নিজস্ব অর্থায়নে তারা রক্তদান ও ব্লাড ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।