
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ৩ মহিলা মাদক পাচাঁরকারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার শাষনগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত আসামিরা হলেন, জান্নাতুন ফেরদৌস (২০), আফরোজা (১৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা গ্রামের মকবুল হোসেনের মেয়ে ও আফরোজা (১৮) এবং পারভিন আক্তার (৪৫) কুমিল্লার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামের মোঃ খোকনের স্ত্রী।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার শাষনগাছা এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে ১০ কেজি গাজা ১ হাজার ৯৭০ পিছ তিন নারী মাদক পাচারকারীকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।