
রতন বাবু, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নাহার লাভলী (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার মিলনপুর ইউনিয়নের নিধিরামপুর (সন্তোষপুর) গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নাহার লাভলী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ গ্রামের মোঃ লুৎফর রহমানের মেয়ে। প্রায় ১৭ বছর আগে মিঠাপুকুর উপজেলার নিধিরামপুর গ্রামের মৃত মওলানা নূরুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলামের (৪৪) সাথে তার বিয়ে হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের ১৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে নাহার লাভলী ও তার স্বামী আরিফুল ইসলাম নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। পরে রাত ১১টার দিকে হঠাৎ আরিফুল ইসলাম ঘর থেকে বাইরে বেরিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ছেলে নাবিলুর ইসলাম ঘর থেকে বের হয়ে বাড়ির পূর্ব পাশে টিনের চালার তীরের (ধর্না) সাথে মায়ের নিথর দেহ রশিতে ঝুলতে দেখে।
পরবর্তীতে নিহতের বড় ভাই মোঃ আশেক আহম্মেদ শাহ্-কে খবর দেওয়া হলে তিনি স্বজনদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ভাই আশেক আহম্মেদ শাহ্ জানান, “ভাগিনার মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত এখানে আসি। আমার বোনকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। আমার বোন কখনো আত্মহত্যা করতে পারেনা। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরকীয়ায় বাঁধা দেওয়ায় আমার বোনকে জীবন দিতে হল।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।