
মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
ঢাকার আশুলিয়া থেকে ১০ লাখ টাকা মূল্যের ৬টি চোরাই গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার সাধুমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার গোপালনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে সেলিম মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার পুদ্দারবাড়ী এলাকার মো. আ. ছালামের ছেলে তোজাম্মেল (৩৬), বগুড়া জেলার ধনুট থানার বিলচাপড়ি এলাকার আবুল বিশ্বাসের ছেলে খালেক বিশ্বাস (৪০) এবং সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সুজনপুর এলাকার মৃত মরতেজ খানের ছেলে জিয়াউল খান (৩০)।
ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার সাধুমার্কেট এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত ও চোর চক্র চোরাই গরু কেনাবেচা এবং পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ৬টি গরু ও পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।