1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে নৌবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী বদাফুলা আটক, উদ্ধার ২টি বিদেশি পিস্তল কুমিল্লায় মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ বুড়িচং থানার এস.আই রাকিব, এ.এস.আই শাহপরান বাগেরহাটের রামপালে জলবায়ু সহনশীল কৃষি চর্চা বিনিময় বিষয়ক মেলা অনুষ্ঠিত আশুলিয়ায় ৬টি চোরাই গরু ও ট্রাকসহ ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাগেরহাটের রামপালের গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭তম বার্ষিক ক্রীড়া শুরু সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ফের ২ পোড়া লাশের সন্ধান দিনাজপুরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ১০-বিজিবির অভিযানে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্বার হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ আটক-৩

কুমিল্লায় মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ বুড়িচং থানার এস.আই রাকিব, এ.এস.আই শাহপরান

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লা জেলার সকল থানার মধ্যে মাদকদ্রব্য উদ্ধার করে ডিসেম্বর ২০২৫ মাসে জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস.আই) রাকিবুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ শাহপরান।

 

রবিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

 

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার সবাইকে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশনা ও নিয়ন্ত্রণ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

গত ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

 

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের অনুপ্রাণিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের স্বীকৃতির ক্ষেত্রে অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান পুলিশ সুপার।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট