আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব ডা. দেওয়ান মো. সালাউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ধানের শীষ বরাদ্দ প্রদান করা হয়েছে।
ঢাকা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার (২১শে জানুয়ারি ) ডা. দেওয়ান মো. সালাউদ্দিনের অনুকূলে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, “এই প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমি বিশ্বাস করি, ঢাকা-১৯ আসনের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষেই রায় দেবেন।”
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতীক বরাদ্দের খবরে এলাকায় মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৯ আসনে ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে গণসংযোগ শুরু করেছেন।