
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ ১ নির্বাচনী এলাকা ১৬৮ ঘিওর দৌলতপুর শিবালয় এই আসনে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৬ জন প্রার্থী এবং প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জনাব এস এ কবির জিন্নাহ ধানের শীষ প্রতীক,বাংলাদেশ জামাতে ইসলামী জনাব আবু বক্কর সিদ্দিকী দাঁড়িপাল্লা প্রতীক, সাবেক দৌলতপুর উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী জনাব তোজাম্মেল হক তোজা ঘোড়া প্রতীক, গণ অধিকার পরিষদ (জিওপি)জনাব মোঃ ইলিয়াস হোসেন ট্রাক প্রতীক,ইসলামী আন্দোলন বাংলাদেশ জনাব মোহাম্মদ খোরশেদ আলম হাতপাখা প্রতীক, জনতার দল জনাব মোঃ শাহজাহান খান কলম প্রতীক, নির্বাচন করবেন।
ইতিমধ্যেই নির্বাচনীয় আমেজ শুরু হতে চলেছে। পশ্চিম মানিকগঞ্জে পদ্মা, যমুনা,ইছামতি, কালিগঙ্গা, ধলেশ্বরী নদীঘেসা এই অঞ্চলে। ঘিওর, দৌলতপুর, শিবালয় নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণের তাদের চাওয়া পাওয়ার হিসাব নিকাশ অনেক তারা চান তাদের এলাকার রাস্তাঘাট, নদী বাঁধ, বেকার সমস্যা, কৃষকের কৃষি কাজের সহায়তা সহ এলাকার উন্নয়ন তাদের এই দাবিগুলো নিয়ে গ্রামগঞ্জ শহর হাটবাজারে বিভিন্ন চায়ের হোটেল সহ নির্বাচনীয় আমের শুরু হয়েছে। তারা বলেন যোগ্য প্রার্থী কে বেছে নেবেন তারা যাতে উন্নয়নের মাধ্যমে তাদের চাওয়া পাওয়া পূরণ করবে এই আশা এলাকার সকল জনসাধারনের।