1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ফরিদগঞ্জে নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার সিলেটে পৌঁছালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার–৪ আসনে ত্রিমুখী লড়াই, ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার আভাস সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ নওগাঁয় পরিবেশ বান্ধব চালকল প্রকল্পের সোলার পরিদর্শন চীনা প্রতিনিধি দলের মানিকগঞ্জ ১ আসনের ঘিওর দৌলতপুর শিবালয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যে প্রতীকে নির্বাচন করবেন। টেকনাফে রোহিঙ্গা টমটম চালকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগলা ইসেন্সের নামে অর্থ আদায়, কার্যক্রম না থাকায় ক্ষুব্ধ স্থানীয় চালকরা মানিকগঞ্জ আটিগ্রামে গভীর রাতে ত্রিফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন। সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধ বাবা–মাকে ঘরছাড়া ও নির্যাতন, পলাশবাড়ীতে একমাত্র ছেলে গ্রেপ্তারঃ ‎

সিলেটে পৌঁছালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিনি বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিএনপি সূত্র জানায়, সিলেট সফরের মধ্য দিয়েই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারাভিযান শুরু করছেন। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে তার সিলেট পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন জানান, সিলেট থেকেই দলের নির্বাচনি প্রচারণা কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী তারেক রহমান রাত ৮টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছাবেন এবং রাতে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরদিন সকালে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নেবেন তিনি।

সিলেটের কর্মসূচি শেষে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এসব সমাবেশে তিনি দলের নির্বাচনি বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানে অবস্থিত তার বাসভবন থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর, যা দলটির নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ ও প্রত্যাশা তৈরি করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট