
কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা—৫ (ফুলছড়ি–সাঘাটা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নির্বাচনী গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে তিনি ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি শহীদ মিনার প্রাঙ্গণে এক পথসভায় অংশ নেন।
ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁনের সভাপতিত্বে এবং গাইবান্ধা জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বক্তব্যে তিনি জাতীয় পার্টির উন্নয়নমূলক রাজনীতি, জনগণের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে দলের অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, “জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের কথা বলে এবং ক্ষমতায় গেলে এই অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন। এছাড়াও বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, কঞ্চিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খাজা মিয়া ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মোত্তালেব ও সাধারণ সম্পাদক শফি আলম, ফুলছড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু সামা, এরেন্ডাবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু রায়হান, উদাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং সাংগঠনিক সম্পাদক পবন চন্দ্র বর্মন।
পথসভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং জাতীয় পার্টির পক্ষে ভোট প্রার্থনা করেন।