
টেকনাফ প্রতিনিধি,কামরুল ইসলাম:
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে এক অজ্ঞাত পরিচয় ৯/ ১০ বছরের শিশু নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ২২ শে জানুয়ারি ২০২৬ ইং স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পরে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে উদ্ধারকৃত লাশটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে লাশের শরীরে দৃশ্যমান কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
এদিকে, লাশ উদ্ধারের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। অনেকেই যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ধরনের তথ্য ও মন্তব্য শেয়ার করছেন, যা বিভ্রান্তি ছড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টেকনাফ থানার একজন কর্মকর্তা জানান, “এ ঘটনায় আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়াতে সবাইকে অনুরোধ করছি।”
স্থানীয় প্রশাসন ও পুলিশ জনগণকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন অযাচিত তথ্য প্রচার না করেন।