1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা। আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। টেকনাফে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানে দৈনিক দিগন্ত সংবাদ আশুলিয়ায় নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ কেরানীগঞ্জে অপরাধে বাধা দেওয়ায় বিজেপি নেতাকে গুলি করে হত্যার হুমকি, থানায় জিডি কেরানীগঞ্জে  অবৈধ খোলা জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট তিন দোকানে জরিমানা। উনচিপ্রাং শহীদ জিয়া যুব ঐক্য পরিষদ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫/২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

তাদের প্রটোকল বিএনপির চেয়ে তিনগুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির তুলনায় তিনগুণ নিরাপত্তা বা প্রটোকল বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে, এই সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করবো, প্রয়োজনে তাদের দলের প্রটোকল বিএনপির চেয়ে তিনগুণ বাড়িয়ে দিন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের আইনপুরে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিএনপির পক্ষ থেকে অনুরোধ থাকবে— যদি প্রয়োজন হয়, তাদের প্রটোকল তিনগুণ বাড়িয়ে দেওয়া হোক।

তিনি জানান, তারা এমন কিছু কর্মকাণ্ড চালাচ্ছে, যা মানুষকে বিভ্রান্ত করছে। এখন সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারছে এবং এতে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে কেউ যাতে ক্ষিপ্ত হয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে না পড়ে, সে জন্যই সরকারের প্রতি এই অনুরোধ জানানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, আমরা চাই না জনগণের ক্ষোভ কোনো ভুল পথে গড়াক। তাই সরকারের কাছে অনুরোধ— বিএনপির জন্য যে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, তাদের ক্ষেত্রে সেটি তিনগুণ করে দেওয়া হোক।

পথসভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট চেয়ে বলেন, দেশকে যদি বাঁচাতে হয়, তবে ইনশাআল্লাহ আগামী মাসের ১২ তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আমাদের জয়ী হতে হবে। এই দেশের বহু মানুষ গণতন্ত্রের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভাগ্য পরিবর্তনের কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, যদি আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র চালু করতে চাই এবং মানুষের জীবনে পরিবর্তন আনতে চাই, তাহলে ভোট দিতে হবে ধানের শীষে।

দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা এবং মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, যখন ধানের শীষ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন মানুষ নির্ভয়ে কথা বলতে পেরেছে। সরকারকে সমালোচনা করার সুযোগ ছিল। তখন কেউ কথা বলার কারণে নিখোঁজ বা হত্যার শিকার হয়নি।

বক্তব্যের শেষদিকে তিনি দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং জনগণের সমর্থন কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট