1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা। আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। টেকনাফে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানে দৈনিক দিগন্ত সংবাদ আশুলিয়ায় নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ কেরানীগঞ্জে অপরাধে বাধা দেওয়ায় বিজেপি নেতাকে গুলি করে হত্যার হুমকি, থানায় জিডি কেরানীগঞ্জে  অবৈধ খোলা জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট তিন দোকানে জরিমানা। উনচিপ্রাং শহীদ জিয়া যুব ঐক্য পরিষদ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫/২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

হোয়াইক্যংয়ের নয়া পাড়ায় সশস্ত্র তৎপরতার অভিযোগ প্রশাসনের নীরব ভূমিকায় এলাকাবাসীর চরম ক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়া পাড়া বটতলী এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের সঙ্গে জড়িত একটি সশস্ত্র চক্রের তৎপরতায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, হারুনুর রশিদ (২৫) নামের এক ব্যক্তি এই সশস্ত্র চক্রের নেতৃত্ব দিচ্ছেন। তিনি নয়া পাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালামের পুত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে একটি ক্যাডার বাহিনী ও কিশোর গ্যাং এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

স্থানীয়দের ভাষ্যমতে, চক্রটির সদস্যরা প্রায়ই দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়, যা সাধারণ মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করছে। এতে নারী, শিশু ও বয়স্কসহ পুরো এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হতে সাহস পান না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, চক্রটির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশের ভয় দেখানো হয়। অনেক ক্ষেত্রে জোরপূর্বক অর্থ আদায় ও এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাও ঘটছে। ভয়ের কারণে অধিকাংশ ভুক্তভোগী প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না।

এলাকাবাসীর আরও অভিযোগ, একাধিকবার মৌখিক ও লিখিতভাবে প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই নীরবতার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী অবিলম্বে নয়া পাড়া বটতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা, সশস্ত্র চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষ ভীতিমুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট