
মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
সাভারের আল মুসলিম গ্রুপের পোষাক কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকালে ওই কারখানার ষষ্ঠতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় কারখানায় ফায়ার এলার্ম বেজে ওঠার পর কয়েক হাজার শ্রমিক আতঙ্কে কারখানা হতে বের হয়ে প্বার্শবর্তী ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন।
সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুইটি ইউনিট ও কারখানা কর্তৃপক্ষের চেষ্টায় ১ঘন্টার মধ্যে আগুন নির্বাপন হয়।
ফায়ার সার্ভিস জানান, খবর পেয়ে কারখানাতে গিয়ে দেখে কারখানা কর্তৃপক্ষ আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়েছে। পরে তারা আগুন নির্বাপন করে। সর্ট সার্কিট থেকেই আগুনের সুথ্রপাত বলে জানান ফায়ার ষ্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম।
শ্রমিকরা জানান, ৯টার দিকে কারখানার তিতাস ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় ফায়ার এলার্ম বেজে উঠলে তারা নিরিপদে বেরিয়ে আসে। অগ্নিকান্ডের ঘটনায় কোন শ্রমিক আহত হয়নি। অগ্নিকাণ্ডে কি পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে কারখানা কর্তৃপক্ষ বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা কি পরিমান ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা করছি।