1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা। আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। টেকনাফে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানে দৈনিক দিগন্ত সংবাদ আশুলিয়ায় নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ কেরানীগঞ্জে অপরাধে বাধা দেওয়ায় বিজেপি নেতাকে গুলি করে হত্যার হুমকি, থানায় জিডি কেরানীগঞ্জে  অবৈধ খোলা জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট তিন দোকানে জরিমানা। উনচিপ্রাং শহীদ জিয়া যুব ঐক্য পরিষদ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫/২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

আশুলিয়ায় নাজিম সিন্ডিকেটের লঙ্কাকাণ্ড, ৩ লাখে মিলছে অবৈধ গ্যাস সংযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

ঢাকা সাভারের আশুলিয়া থানার বাইপাইল কাইচাবাড়ি এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ‘ফোর এ ইয়ার্ন ডাইং’ ফ্যাক্টরির ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই লঙ্কাকাণ্ড ঘটে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে স্থানীয় সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার গভীর রাত্রে কাইচাবাড়ি এলাকার মনিরের বাড়ি থেকে আজগরের বাড়ি পর্যন্ত এই অবৈধ সংযোগটি দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, নাজিম নামক এক প্রভাবশালী ভুয়া গ্যাস কন্টাক্টারের নেতৃত্বে এই কাজ সম্পন্ন হয়েছে।

অভিযোগ রয়েছে,এই সংযোগ দেওয়ার বিনিময়ে আজগরের কাছ থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন নাজিম। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো অনুমতি বা বৈধ কাগজপত্র ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এই সংযোগ প্রদান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, দিনের বেলা ধরা পড়ার ভয়ে তারা গভীর রাতকে বেছে নেয়। নাজিমের একটি নিজস্ব সিন্ডিকেট রয়েছে যারা রাতের আঁধারে মূল লাইন ছিদ্র করে এসব সংযোগ দিয়ে থাকে।

অনুসন্ধানে জানা গেছে, এটিই নাজিমের প্রথম ঘটনা নয়। কাইচাবাড়ি ও এর আশেপাশে এর আগেও তিনি অন্তত ৫-৬টি বাড়িতে একইভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিয়েছেন। এসব সংযোগের ফলে মূল লাইনে গ্যাসের চাপ কমে যাচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে স্থানীয় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার এবং অভিযুক্ত নাজিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অবৈধ গ্যাস সংযোগ একটি দণ্ডনীয় অপরাধ। এটি শুধু রাষ্ট্রের সম্পদ চুরি নয়, বরং জানমালের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট