
কামরুল ইসলাম,টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হিরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হিরোইন উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হলে তাদের হেফাজত থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সীমান্তপথ ব্যবহার করে এসব মাদক দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।