
মোঃনূরেআলম রায়হান :কেরানীগঞ্জ. ঢাকা
ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক চারবারের সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি এবং বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা জনাব আমানউল্লাহ আমান নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
গত ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হওয়ার পর থেকেই ঢাকা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় কেরানীগঞ্জের বছিলা ব্রিজের ঢাল (ওয়াশপুর) এলাকা থেকে আমান উল্লাহ আমানের নির্বাচনী গণসংযোগ শুরু হয়। এ সময় তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং এলাকার উন্নয়ন নিয়ে ভোটারদের মতামত জানার চেষ্টা করেন। পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।
পরে বিকেল ৩টায় কালুনগর ও পুরাতন ভাড়ালিয়া এবং বিকেল ৪টায় নুরুন্ডী এলাকায় গণসংযোগ পরিচালনা করেন।গণসংযোগকালে ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেন, আমি নির্বাচিত হলে কেরানীগঞ্জকে মাদকমুক্ত, আধুনিক ও পরিকল্পিত একটি মডেল শহর হিসেবে গড়ে তুলব। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই আমার প্রথম কাজ হবে
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণায় প্রতিদিনই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ছে, যা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের সম্ভাবনাকে জোরালো করছে।